অবশেষে স্বস্তি। এবার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের জন্য বড় খবর। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য সংশোধিত পেনশন সহ একাধিক সুযোগ-সুবিধা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দফতর।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে আগেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্কুল শিক্ষকদেরও দু-টি ভাগে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি ২০১৬ সালের আগে অবসর নেওয়া শিক্ষকদের, অন্যটি ২০১৬ সালের ১ জানুয়ারির পর অবসরপ্রাপ্তদের।
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারের আর্জি, ১৪ ফেব্রুয়ারি পেনশনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বৃহস্পতিবার তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আশা করি, ফেব্রুয়ারি মাসে প্রাপ্য পেনশনের সঙ্গেই বর্ধিত অর্থ হাতে পাব। কারণ-ইতিমধ্যেই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানুয়ারি মাসের পেনশনের সঙ্গেই তা হাতে পেয়ে গিয়েছেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন