রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এর টাকা নিয়ে অনিয়মের অনেক অভিযোগ ছিল। এবার সেটা আটকাতে পুরো ব্যবস্থাটিকে অনলাইনে এইচআরএমএস পোর্টালে নিয়ে আসা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতে জিপিএফ নিয়ে সরকারি অফিসে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি)-এর অফিস থেকেও এব্যাপারে রাজ্য সরকারকে বহু বার সতর্ক করা হয়। কোনও কর্মীর জিপিএফ তহবিলে জমা মোট টাকার তুলনায় বেশি টাকা ঋণ বা অগ্রিম হিসেবে তুলে নেওয়ার মাধ্যমেই মূলত অনিয়মগুলি হতো। বিষয়টি নজরে আসার পর ওই কর্মীদের কাছ থেকে টাকা আদায় করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কিছু ক্ষেত্রে টাকা আদায় করতে সমস্যাও হয়েছে।
কিন্তু এবার পুরো ব্যবস্থাটি অনলাইনে করা হচ্ছে। এইচআরএমএস পোর্টালে কর্মীর জিপিএফের সর্বশেষ হিসেব থাকবে। পোর্টালে ঢুকে তা জেনে নিয়ে ঋণ বা অগ্রিম মঞ্জুর করা হবে। ফলে অতিরিক্ত টাকা মঞ্জুর করার কোনও সুযোগ থাকছে না।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন