এই বাজেটে কর্মসংস্থানের দিশা নেই। গ্রামীণ মানুষের প্রয়োজন মেটানোর কোনও দিশা নেই। একেবারে দিশাহীন বাজেট। দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে এমন মতই পোষণ করলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
একইসঙ্গে সরকারের এলআইসি-র শেয়ার বাজারের ছাড়া, IDBI ব্যাঙ্কের উপর সরকারি অংশীদারিত্ব ধাপে ধাপে কমানোর সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সরকারের এই অবস্থানের ফলে ব্যাঙ্ক ব্যবস্থার উপর থেকে বিশ্বাস উঠে যাবে মানুষের।
সেলিম বলেন, আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি কেন্দ্রের সরকার। দেশের অর্থনীতি ধুঁকছে। তা স্বীকার করছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মেক ইন ইন্ডিয়া এখন বিশবাঁও জলে। তার উপর এবার এলআইসি-রও বিলগ্নিকরণের পথে হাঁটছে সরকার।
৩৮ লাখ মানুষের জীবন জড়িয়ে এলআইসি-র সঙ্গে। এখন সরকার জীবন বিমা নিগমের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্তের ফলে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে। সরকারের কোনও নৈতিক অধিকার নেই এটা বেচে দেওয়ার। তিনি জানান, বামেরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামবে বামেরা। এলআইসি-র বিলগ্নিকরণের প্রতিবাদে একইসঙ্গে মানুষকে পথে নামারও আহ্বান জানিয়েছেন এই বাম নেতা।
সেলিম বলেন, আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি কেন্দ্রের সরকার। দেশের অর্থনীতি ধুঁকছে। তা স্বীকার করছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মেক ইন ইন্ডিয়া এখন বিশবাঁও জলে। তার উপর এবার এলআইসি-রও বিলগ্নিকরণের পথে হাঁটছে সরকার।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন