গোটা ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আর এর ফলে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৬০ জন করোনা আক্রান্ত রোগী। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬৩ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। আরও জানানো হয়, একদিনে মৃতের সংখ্যা বিগত দিনগুলির মধ্যে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩৮১ জন। বর্তমানে করোনা আক্রান্তের সুস্থ হওয়ার হার ২২.১৭ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩৮০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬৩ জন।
বর্তমানে ২১১৩২ জনের চিকিৎসা চলছে। ৬৩৬২জন সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। লব আগরওয়াল প্রেস বিবৃতিতে বলেন, "গত ২৮ দিনে দেশের ১৬ টি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর নেই। নতুন তিনটি জেলা এই তালিকায় যোগ হয়েছে। সেগুলি হল, মহারাষ্ট্রের গন্দিয়া, কর্নাটকের দেভাঙ্গেরে ও বিহারের লক্ষীসরাই।" এছাড়া অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৫ টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কোনও আক্রান্তের খবর পাওয়া যায়নি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন