গোটা দেশে করোনা সংক্রমণ বাড়ছে। চলতে থাকা লকডাউনের মধ্যে যেভাবে এই মারণ ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে চিন্তা বাড়ছে। আতঙ্কিত গোটা দেশের মানুষ।
কিছুদিন আগে এই মারণ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নেয় কেরালা সরকার। এবার সেই নির্দেশিকার উপর দু-মাসের স্থগিতাদেশ দিল কেরালা হাইকোর্ট।
কেরালা সরকারের এই বেতন কাটার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকজন সরকারি কর্মচারী আদালতে মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি বেচু কুরিয়ান থমাস একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেন। সেই নির্দেশিকাতে কেরালা সরকারের সিদ্ধান্তের উপর দু-মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে করোনা মোকাবিলায় কেরালা সরকার একটি নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকাতে বলা হয়, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর ৬ দিনের বেতন আগামী পাঁচ মাসের জন্য কেটে নেওয়া হবে। তবে এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, যেসব কর্মচারীর বেতন ২০ হাজারের নিচে তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়, এক বছরের জন্য রাজ্যের সমস্ত বিধায়ক, রাজ্য বোর্ড, স্থানীয় প্রশাসন, কমিশনের সদস্যদের ৩০ শতাংশ কম বেতন দেওয়া হবে।
কিছুদিন আগে এই মারণ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নেয় কেরালা সরকার। এবার সেই নির্দেশিকার উপর দু-মাসের স্থগিতাদেশ দিল কেরালা হাইকোর্ট।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন