প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার।
জাতীয় দলে চুনী গোস্বামীর অভিষেক ১৯৫৬ সালে চিনের অলিম্পিক দলের বিরুদ্ধে।
অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ এবং মারডেকা কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই স্ট্রাইকারের নেতৃত্বেই ১৯৬২ সালে জাকার্তা এশিয়াডে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফুটবলে সোনা জিতেছিল পিকে-চুনীর ভারত।
ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেন চুনী গোস্বামী। ফুটবল ছেড়ে ক্রিকেটে নেমে বাংলাকে দুবার রঞ্জি ট্রফির ফাইনালেও তুলেছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বল করতেন চুনী। বাংলার অধিনায়কত্বও সামলেছেন তিনি।
দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন হৃদরোগের সমস্যায়। সঙ্গেও সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যা ছিল। ভারতীয় ফুটবলের কিংবদন্তী চুনী গোস্বামী। ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন চুনী। আর আজ তিনি সবাইকে কাঁদিয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে।
জাতীয় দলে চুনী গোস্বামীর অভিষেক ১৯৫৬ সালে চিনের অলিম্পিক দলের বিরুদ্ধে।
ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেন চুনী গোস্বামী। ফুটবল ছেড়ে ক্রিকেটে নেমে বাংলাকে দুবার রঞ্জি ট্রফির ফাইনালেও তুলেছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বল করতেন চুনী। বাংলার অধিনায়কত্বও সামলেছেন তিনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন