গোটা দেশে যাতে না করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, তার জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী লক ডাউনের ইতি ঘটতে চলেছে আগামী ১৫ এপ্রিল। হাতে রয়েছে আর মাত্র গুনে গুনে ছ-দিন।কিন্তু এই কয়েকদিনের মধ্যেই যে দেশ করোনা সংক্রমণ কমবে তা বলা যাচ্ছে না। বরং, আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যার ফলে কেন্দ্র এখন চাইছে লক ডাউন যেন ধাপে ধাপে ওঠাতে।
এই প্রসঙ্গে সরকারের একটা পক্ষের মতে, লক ডাউন শিথিল হলেও কোনও ভাবেই যেন স্কুল, কলেজের মতো প্রতিষ্ঠানগুলি এখনই না খোলা হয়। এতে সমস্যা কমার বদলে আরও বাড়তে পারে বলে মত একাধিক মন্ত্রী, আমলার। কারণ, এই জায়গাগুলিতেই বেশি ভিড় হয় এবং তাও আবার কচিকাঁচাদের, ফলে তাঁদের জীবন নিয়ে কোনওভাবেই ঝুঁকি নেওয়া যাবে না।
সম্প্রতি এই লক ডাউন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক হয়। সেখানে অধিকাংশের মতে, সামনেই গরমের ছুটি। আর এই ছুটিটাই লক ডাউনের সঙ্গে যুক্ত করে আরও দীর্ঘায়িত করা হোক। তবে শুধু স্কুল, কলেজই নয়, এই তালিকা মন্দির, মসজিদ সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও লক ডাউনের আওতায় রাখা হোক বলে দাবি মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন