গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। '২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যেতে চায় রাজ্য'। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লকডাউন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারও কেন্দ্রের নির্দেশ মতো পদক্ষেপ করতে চায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ অন্তত ওঁর শরীরী ভাষা দেখে তো তাই মনে হয়েছে।'
তবে কেন্দ্র লকডাউন চাইলেও তাঁদের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'আমরা তো ফুল লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন আরও কড়াকড়ি করতে হবে, আবার তারপরেই বলছে দোকান খুলে দিতে হবে। দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বেই। মানুষকে কীভাবে আটকাব। দোকান খুলে রাখলে লকডাউন ব্যর্থ হবে।'
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন