করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে গোটা দেশ জুড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। লকডাউনের পরে কেন এই ভাইরাসের সংক্রমণ কমছে না তা নিয়ে ভাববার সময় এসেছে।
পরিসংখ্যান বলছে করোনা ভাইরাসে মৃত্যুর হারে পৃথিবীতে সবথেকে এগিয়ে ভারতের বাণিজ্য নগর। টানা লকডাউন চললেও, মৃত্যু মিছিলে খামতি নেই মহারাষ্ট্রে। মৃতের সংখ্যা সেখানে দ্রুত গতিতে বাড়ছে।
একটি সমীক্ষা বলছে, গোটা পৃথিবীর মধ্যে মৃত্যুর হার সবথেকে বেশি মহারাষ্ট্রে, যা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে রীতিমত চিন্তার কারণ। ১০ থেকে ১৫ এপ্রিল- মহারাষ্ট্রের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বেশ কিছু তথ্য যোগাড় করে। সেই তথ্যের ওপর পরীক্ষানিরীক্ষা চালায় মেডিকাল এডুকেশন অ্যাণ্ড ড্রাগস ডিপার্টমেন্ট।
ওই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুসারে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন মহারাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে, সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই তথ্যে উদ্বিগ্ন কেন্দ্র। রাজ্যের পক্ষ থেকে দুটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। একটি দল কাজ করবে মুম্বইয়ের জন্য, অপরটি কাজ করবে বাকি মহারাষ্ট্রের জন্য, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। মুম্বইয়ের কমিটির নেতৃত্ব দেবে চিকিৎসক অভিনাশ সুপে।
একটি সমীক্ষা বলছে, গোটা পৃথিবীর মধ্যে মৃত্যুর হার সবথেকে বেশি মহারাষ্ট্রে, যা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে রীতিমত চিন্তার কারণ। ১০ থেকে ১৫ এপ্রিল- মহারাষ্ট্রের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বেশ কিছু তথ্য যোগাড় করে। সেই তথ্যের ওপর পরীক্ষানিরীক্ষা চালায় মেডিকাল এডুকেশন অ্যাণ্ড ড্রাগস ডিপার্টমেন্ট।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন