রাজ্যে সহ গোটা দেশে করোনা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। বাড়ছে আতঙ্ক। আর এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীদের বৈঠকের সময় অনেকেই লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে সওয়াল করেছে বলে খবর।
টানা ২১ দিনের লকডাউনের জেরেই জেরবার দেশবাসী। কিন্তু, মারণ ভাইরাস করোনা ভাইরাসের কবল থেকে দেশবাসীকে মুক্ত করতে তা যথেষ্ট নয় বলেই মত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। তাই ১৪ এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হোক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন তিনি। এই পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা আরও বৃদ্ধি পাবে বলে দেশজুড়ে জল্পনা চলছিল। কিন্তু, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী টুইট করেন, 'কেন্দ্রীয় মন্ত্রীসভায় এক বছরের জন্য সমস্ত সাংসদদের বেতন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সমর্থন করছি। এছাড়া সাংসদ তহবিলের অর্থ সম্পর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্তকেও স্বাগত জানাচ্ছি। এই সিদ্ধান্তগুলি করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধকে আরও শক্তিশালী করতে কাজে লাগবে। কী ভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন