রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে গোটা রাজ্য। করোনা হোক বা না হোক, কোনও রোগীকে কোনওভাবেই ফেরাতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করার ক্ষেত্রে লাগবে না সরকারি অনুমতিও। এই মর্মে আজ নির্দেশিকা জারি করল নবান্ন।
স্বাস্থ্য দফতর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে নির্দেশিকায় বলা হয়েছে, করোনা রোগীকে ফেরানো যাবে না। কোনও সরকারি অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আগে চিকিৎসা শুরু করতে হবে। করোনার পাশাপাশি অন্য রোগীদেরও ফেরানো যাবে না। কোনওভাবেই মানুষ যেন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়।
প্রসঙ্গত, বুধবারই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে কড়া বার্তা দেন। বলেন, "শুধু করোনা নিয়ে থাকলে তো চলবে না, শিশুদের টিকাকরণ ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও দেখতে হবে।
বেসরকারি হাসপাতালগুলোকে বলছি, আপনারা অন্য কোনও রোগীকে দয়া করে ফিরিয়ে দেবেন না।" করোনা আতঙ্কে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় খানিকটা রুষ্ট হন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবারই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে কড়া বার্তা দেন। বলেন, "শুধু করোনা নিয়ে থাকলে তো চলবে না, শিশুদের টিকাকরণ ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও দেখতে হবে।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন