রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা বললেন, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩।
মুখ্যসচিব জানান, মোট ১০৫টি মৃত্যুর কেস ডেথ কমিটি অডিট করেন। মৃত ১০৫ জন-ই করোনা পজেটিভ ছিলেন। এরমধ্যে ৩৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে।
মুখ্যসচিব আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ৩৭ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্ত এখন ৫৭২। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর থেকে ৮০ শতাংশ কেস এসেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি হুগলি থেকেও নতুন সংক্রমণের কেস এসেছে বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় ১৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,৫২৫টি। রাজ্যের ১৪টি ল্যাবে পরীক্ষা চলছে বলে জানিয়েছন রাজীব সিনহা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন