চিন এবং ইতালির পর সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রে করাল থাবা বসিয়েছে করোনাভাইরাস। এখনও পর্যন্ত সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষাধিক। করোনা লড়াইয়ে আমেরিকার প্রধান অস্ত্র হাইড্রোক্সিক্লোরোকুইন।
করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে সব বিধিনিষেধ সরিয়ে নেওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা অনুরোধ নাকি হুমকি। ট্রাম্প নয়া মন্তব্যে সেই জল্পনা উঠে আসছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যদি ভারত এই ওষুধ রফতানি না করে তাহলে ছেড়ে কথা বলবেনা আমেরিকা।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে মালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন চেয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন ভারতে এই ওষুধ যে হেতু বিপুল পরিমাণে তৈরি হয়, তাই তাঁর আবেদন ফেলতে পারবেন না ভারত। তবে ট্রাম্প আর মোদীর মধ্যে ফোনে কথা হলেও ভারত সরকার যে আমেরিকাকে ওষুধ পাঠাচ্ছেই, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আর নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এর পরে ট্রাম্প বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভালই আলোচনা হয়েছে। আমি জানি ভারত অন্য দেশের জন্য এই ওষুধ রফতানি বন্ধ করে দিয়েছে। তবে আমার মনে হয় ওরা আমাদের এই ওষুধ পাঠাবে, কারণ এখন আমাদের দুই দেশের সম্পর্ক অনেক ভাল। এর পরই ট্রাম্প হুমকির সুরে বলেন, "যদি তাঁরা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভুগতে হবে ওদের।"
Loading...
এর পরে ট্রাম্প বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভালই আলোচনা হয়েছে। আমি জানি ভারত অন্য দেশের জন্য এই ওষুধ রফতানি বন্ধ করে দিয়েছে। তবে আমার মনে হয় ওরা আমাদের এই ওষুধ পাঠাবে, কারণ এখন আমাদের দুই দেশের সম্পর্ক অনেক ভাল। এর পরই ট্রাম্প হুমকির সুরে বলেন, "যদি তাঁরা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভুগতে হবে ওদের।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন