এপর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের সংখ্যা ৫২২ । গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২৮। মালদহ জেলায় প্রথম করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন পঞ্চাশেরও বেশী লোকজন। এদের অধিকাংশই মানিকচক কলেজের কোয়ারেনটাইন সেন্টারের আবাসিক। এর পাশাপাশি যে গাড়িতে করে ওই ব্যক্তি কোলকাতা থেকে মালদহে আসেন সেই গাড়ির সহযাত্রী, কোয়ারেনটাইন সেন্টারের রাঁধুনি থেকে সাফাই কর্মী, খাবার দেওয়ার কাজে জড়িত কর্মী থেকে শুরু করে যে টোটোতে করে ওই ব্যক্তি কোয়ারেনটাইন সেন্টারে এসেছিলেন সকলেরই তালিকা তৈরি করেছে প্রশাসন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে। সোমবারই প্রথম মালদহে করোনা পজিটিভ রোগীর খোঁজ মেলে। এরপর থেকেই কারা ওই রোগীর সংস্পর্শে এসেছেন এবং ওই রোগীর মালদহে আসার পর থেকে সমস্ত গতিবিধির খোঁজ নেয় প্রশাসন। এরপরেই পঞ্চাশেরও বেশী ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে কমকরে চল্লিশ জন ওই কোয়ারেনটাইন সেন্টারের আবাসিক।
জনা গিয়েছে, গত ২৩ তারিখ থেকে অনেকের সঙ্গে মানিকচক কলেজে ছিলেন ওই ব্যক্তি। এরপর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। পরে হোম কোয়ারেনটাইন এর জন্য গ্রামে ফিরলে স্থানীয়রা তাঁকে সরকারি কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেন। এরপর থেকে ওই ব্যক্তি মানিকচক কলেজে ছিলেন। ইতিমধ্যে করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে মালদহ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন