গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। সরকারের দেওয়া পরিসংখ্যান দেখলেই সেই চিত্র আরও স্পষ্ট হবে। এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
আর এই লকডাউনের কারণে বন্ধ গোটা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। আর এর ফলে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় পড়ুয়া এবং অভিভাবকেরা।
তবে স্কুলের শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর রমেশ পোখরিয়ালের বৈঠকে উঠে আসা মন্তব্যে জল্পনা তুঙ্গে।
বৃহস্পতিবার স্কুলের শিক্ষকরা স্কুল খোলার বিষয়ে প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই প্রশ্নের উত্তর দিতেই স্কুলে একদিনে একসঙ্গে ৩০ শতাংশ পড়ুয়াদের নিয়ে ক্লাস হতে পারে এমন সম্ভাবনার কথা জানান মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "এনসিইআরটি কিভাবে স্কুল চালু করা হবে তার জন্য একটি গাইডলাইন তৈরি করছে। ইতিমধ্যেই কয়েক দফা প্রস্তাব এসেছে। সেই প্রস্তাবগুলি নিয়েও আলোচনা চলছে।"
তবে স্কুলের শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর রমেশ পোখরিয়ালের বৈঠকে উঠে আসা মন্তব্যে জল্পনা তুঙ্গে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন