গোটা দেশে করোনা সংক্রমণ বাড়ছে প্রায় প্রতিদিন। আক্রান্তের সঙ্গে সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এবার এই ভাইরাস আটকাতে ভাল খবর শোনালেন ভারতীয় চিকিৎসকরা।
করোনার চিকিৎসায় রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়েও শক্তিশালী, কার্যকরী ওষুধের চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেল ভারতেরই একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা নোভালিড ফার্মা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে এই ওষুধের (NLP21) চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে।
সংস্থায় এই ওষুধের গবেষণা দলের প্রধান সুধীর কুলকার্নি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ১০০ থেকে ১৫০ জন করোনা আক্রান্তের উপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।
যাঁদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, অক্সিজেন নিতে হচ্ছে, তাঁদের উপরেই এই ওষুধ (NLP21) প্রয়োগ করা হবে। তবে যে সমস্ত রোগীকে ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাঁদের উপর এই ওষুধ প্রয়োগ করা হবে না বলেই জানান সুধীর কুলকার্নি। তবে ভেন্টিলেশনে থাকা রোগীর শরীরেও ভাইরাসের সংক্রমণ কমাতে সাহায্য করবে এই ওষুধ। এমনটাই দাবি ওই সংস্থার।
সংস্থায় এই ওষুধের গবেষণা দলের প্রধান সুধীর কুলকার্নি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ১০০ থেকে ১৫০ জন করোনা আক্রান্তের উপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন