মঙ্গলবার থেকে স্পেশাল ট্রেন চালানো শুরু হয়েছে গোটা দেশে। সেই ট্রেন চললেও এবার সমস্ত সাধারণ ট্রেন বন্ধের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। এদিন বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানান হয়েছে। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, বাতিল হওয়া টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়েছিল বেশ আগে থেকে। এই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ শুরু করেছিল রেল কর্তৃপক্ষ। এর পর ১২ মে থেকে দেশের কয়েকটি নির্দিষ্ট রুটে শুরু হয়েছিল স্পেশাল ট্রেন। তাতে সংশ্লিষ্ট মহলের অনেকেই আশা করেছিলেন, ধীরে ধীরে ট্রেন চালানো শুরু করতে পারে রেল।
কিন্তু সেই আশায় জল ঢেলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনের টিকিটই বাতিল করা হল। তবে ওই সব টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলমন্ত্রক। অর্থাৎ রেলের ঘোষণা অনুযায়ী আপাতত ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও শ্রমিক স্পেশালের পাশাপাশি দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলি নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন