করোনার ধাক্কা যে ভারতীয় অর্থনীতিতে আসতে চলেছে তা আগাম জানিয়ে ছিলেন বিশেষজ্ঞরা। এবার করোনা পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই খরচ কমাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার এমনটাই খবর পাওয়া গিয়েছে।
এক বছরের জন্য নিজের বেতন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি। আগেও পিএম কেয়ার ফান্ডে টাকা দান করেছেন তিনি। শুধু বেতন কমানোই নয়, এর পাশাপাশি আরও কিছু খরচও কমিয়ে দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জানান হয়েছে প্রেসিডেন্ট এইসব নির্দেশ দিয়েছেন।
খরচ কমাতে দেশের মধ্যে বিভিন্ন সফরে কাটছাঁট করেছেন প্রেসিডেন্ট কোবিন্দ। এতে সোশ্যাল ডিসট্যান্সিংও বজায় থাকবে। তবে মানুষের কাছে পৌঁছনোর জন্য প্রযুক্তির ব্যবহার করবেন তিনি। আনলাইনে মিটিং সারবেন তিনি।
Loading...
খরচ কমাতে দেশের মধ্যে বিভিন্ন সফরে কাটছাঁট করেছেন প্রেসিডেন্ট কোবিন্দ। এতে সোশ্যাল ডিসট্যান্সিংও বজায় থাকবে। তবে মানুষের কাছে পৌঁছনোর জন্য প্রযুক্তির ব্যবহার করবেন তিনি। আনলাইনে মিটিং সারবেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন