করোনা আবহে বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। গত বছরের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে বোনাস। এর পাশাপাশি, বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন।
এবছর ৪২০০ টাকা বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর ৪০০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল। এবছর সেটাই বাইয়ে ৪২০০ টাকা করা হয়েছে।
একইসঙ্গে আরও জানান, এবছর বোনাস পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪,২৫০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা সবাই এই বছর বোনাস পাবেন। এর ফলে ১০ লক্ষ কর্মী মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বোনাস দেওয়ার জন্য সরকারের ৪০০ কোটি টাকা খরচ হবে। এর পাশাপাশি, যাঁদের বেতন বেশি, যাঁরা বোনাস পান না, তাঁদের জন্যও অগ্রিম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩৪,২৫০-এর পর থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, সেইসব রাজ্য সরকারি কর্মীদের ১০ হাজার টাকা করে অগ্রিম দেওয়া হবে। এটা পরে বেতন থেকে কেটে নেওয়া হবে। এখন ইদের সময় মুসলিম কর্মীদের ও পরে দুর্গাপুজোর সময় হিন্দু কর্মীদের এই বোনাস ও অগ্রিম দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে আরও জানান, এবছর বোনাস পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪,২৫০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা সবাই এই বছর বোনাস পাবেন। এর ফলে ১০ লক্ষ কর্মী মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন