আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সময় জানান, বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০ শতাংশ ইপিএফ কাটা হবে। ১২ শতাংশ নয়, তিন মাস অর্থাৎ জুন, জুলাই ও অগাস্টে বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০ শতাংশ করে ইপিএফ কাটা হবে। এর ফলে হাতে বেশি বেতন পাবেন ইপিএফ গ্রাহকরা। অন্যদিকে, সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশ ইপিএফ কাটা হবে।
জানা গিয়েছে, কোনও কর্মীর বেতন থেকে যে পরিমাণ টাকা কাটা হত প্রভিডেন্ট ফান্ডের জন্য, আগামী তিন মাস তা কম কাটা হবে। ফলে হাতে যে পরিমাণ বেতন পান বেসরকারি কর্মীরা, এবার তিন মাসের বেতন আর একটু বেশি পাবেন।
এদিন নির্মলা সীতারমণ ঘোষণা করেন, বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ করে অর্থ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ ও কোম্পানিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। এর ফলে কিছুটা হলেও চাপ কমবে কেন্দ্রের কোষাগারের।
আগামী তিন মাস ইপিএফ কম জমা দেওয়ার সুবাদে তাদের কাছে ৬৭৫০ কোটি টাকার নগদ আসবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে। পিএফ কম কাটা হলে কর্মীরা একটু বেশি বেতন হাতে পাবেন। এর ফলে বেসরকারি সংস্থাগুলিরও একটু সুবিধা হবে। যদিও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতাভুক্ত কর্মীদের ওপর এই নিয়ম কার্যকর হবে না।
এদিন নির্মলা সীতারমণ ঘোষণা করেন, বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ করে অর্থ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ ও কোম্পানিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। এর ফলে কিছুটা হলেও চাপ কমবে কেন্দ্রের কোষাগারের।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন