রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একি সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সব মিলিয়ে রাজ্যে এখন করোনা ভাইরাস আতঙ্ক বেশ জাঁকিয়ে বসেছে। কবে যে এই ভাইরাস আতঙ্ক তা এখনি বলা বেশ কঠিন বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বাংলায় এই করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বার বার তথ্য গোপনের অভিযোগ এনেছেন বিরোধীরা। এবার করোনার তথ্য দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে যা বলা হয়েছে তা রাজ্যের পক্ষে বেশ আতঙ্কজনক।
কলকাতা থেকে ফিরে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবার কলকাতায় পাঠাচ্ছে ‘পাবলিক হেলথ টিম’। কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য ছাড়ার আগে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠি দিয়েছেন।
কলকাতায় আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র ওই চিঠিতে লিখেছেন, আমরা দেখেছি ৩০ এপ্রিল রাজ্য সরকার ঘোষণা করেছে যে কোভিড আক্রান্তদের মৃত্যু এ বার থেকে দৈনন্দিন পরিসংখ্যানে স্থান পাবে। স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশে এটা বড় পদক্ষেপ ঠিকই। তিনি আরও জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে ৮১৬ টি কোভিড পজিটিভ কেস পাওয়া গিয়েছিল। তার মধ্যে মারা গিয়েছিলেন ১০৫ জন। যার অর্থ পশ্চিমবঙ্গে কোভিডে মৃত্যুর হার ১২.৮ শতাংশ। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। এই মৃত্যুর হারই ইঙ্গিত করছে যে বাংলায় টেস্টিং কম হচ্ছে এবং নজরদারিও অতিশয় দুর্বল।
বাংলায় এই করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বার বার তথ্য গোপনের অভিযোগ এনেছেন বিরোধীরা। এবার করোনার তথ্য দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে যা বলা হয়েছে তা রাজ্যের পক্ষে বেশ আতঙ্কজনক।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন