কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বেশ কয়েকদিন কলকাতায় ঘুরে বেড়িয়েছে। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে। সেই মতো রিপোর্ট গেছে কেন্দ্রের কাছে। সমস্ত কিছু বিবেচনা করে এবার কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা।
খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি দল কলকাতা আসছে বলে জানা যাচ্ছে। তাঁরা শহর এবং শহরতলির করোনা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
তবে রাজনৈতিক মহলের আশঙ্কা, কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে বিরোধ চরমে উঠতে পারে নবান্ন এবং দিল্লির মধ্যে। জানা যাচ্ছে, আগামীকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রকের এই বিশেষ দল কলকাতায় আসছে বলে সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন