সময় যত এগোচ্ছে এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৬১ জন। যা খুব চিন্তার বিষয়। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২,৯৫২।
আর এই পরিস্থিতিতে আরও ভয়ের কথা শোনালেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর আশঙ্কা, লকডাউন করে তেমন কোন সুফল ঘরে তুলতে পারেনি আমাদের দেশ। এখন যা সংক্রমণ ঘটছে, তার চেয়ে অনেক বেশি সংক্রমণ হবে জুন ও জুলাই মাসে।
ভারতে লকডাউন ও সোশ্যাল ডিস্ট্যান্সিং ঠিকঠাক পালন হয়নি বলেই মত তাঁর।
তিনি বলেন, 'চিন বা ইতালি সোশ্যাল ডিস্ট্যান্সিংকে যেভাবে বজায় রেখে চলেছিল, ভারতে তা করা হয়নি। তাই একমাস লকডাউন করে যে সুফল পাচ্ছে ওই দেশগুলি, ভারত তা পাচ্ছে না। সেই কারণেই এখনও সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।' দেশের বহু জায়গাতেই লকডাউন ঠিকঠাক পালন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন এই চিকিৎসক।
ভারতে লকডাউন ও সোশ্যাল ডিস্ট্যান্সিং ঠিকঠাক পালন হয়নি বলেই মত তাঁর।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন