পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইতিমধ্যে রাজ্যে করোনা আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। বিভিন্ন দাবিদাওয়ার সঙ্গে এই তথ্য জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
চিকিৎসকদের ওই সংগঠনের দাবি অনুযায়ী, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১৪০ জনেরও বেশি এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে ই-মেল করে বিষয়টি ওই সংগঠনের তরফে জানানো হয়েছে।
এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাদ যাচ্ছেন না নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যরাও।
এই পরিস্থিতিতে ওই ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের কোয়রান্টিনে চলে যেতে হচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মত ডক্টরস ফোরামের। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধের মুখে। এ দিন সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত এবং সম্পাদক কৌশিক চাকী যে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবকে, সেখানে আরও বেশি করে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের বুলেটিনে সবিস্তার তথ্য দেওয়ার অনুরোধও করা হয়েছে।
এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাদ যাচ্ছেন না নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যরাও।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন