রাজ্যে করোনা আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসেছে। এবার করোনা সংক্রমণের জেরে আপাতত রোগী ভর্তি বন্ধ থাকছে পিয়ারলেস হাসপাতালে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই হাসপাতাল। তবে চালু থাকবে বিশেষ কিছু পরিষেবা। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুসারে,আগামীকাল থেকে আর নতুন করে কোনও রোগীকে ভর্তি নেওয়া হবে না। হাসপাতালের কেমোথেরাপি বিভাগসহ অন্যান্য বিভাগেও রোগী ভর্তি বন্ধ।
সম্প্রতি এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১১ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। ফলে সংক্রমণ রুখতে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বেসরকারি হাসপাতালে ৮ জন করোনা রোগীর চিকিৎসা করার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছিল। এখন সেই সংখ্যাটা ২০ জন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন ভর্তি বন্ধ করে দেওয়া হল। এর আগে নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসায় বন্ধ করে দেওয়া হয় চিৎপুরের মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতাল। রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন