রাজ্যে করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে। আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের কাছে। সরকারি তথ্য অনুযায়ী এইমুহূর্তে বাংলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৯০৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
তবে এত কিছুর মধ্যেও আশার আলো যে একেবারেই নেই তা নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২১৮ জন করোনা সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার গড় হারও বেড়েছে। এখন ১৭.৩২ শতাংশ হারে।
সোমবার সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিধি নিষেধের কথাও উল্লেখ করেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের তরফে রাজীব সিনহা বলেন, "কেন্দ্রীয় সরকার বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো পালন করতে গেলে বেশকিছু ক্ষেত্রে লকডাউন ভঙ্গ করা হবে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে। আমাদের আপত্তি থাকলেও তাতে আমরা অনুমতি দিতে বাধ্য হচ্ছি।"
তবে এত কিছুর মধ্যেও আশার আলো যে একেবারেই নেই তা নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২১৮ জন করোনা সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার গড় হারও বেড়েছে। এখন ১৭.৩২ শতাংশ হারে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন