করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এবার লকডাউনের মেয়াদ বাড়ুক চাইছেন না ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। দেশের শিল্পপতিদের নিয়ে অনলাইন আলোচনার সময় তিনি জানিয়েছেন, করোনাভাইরাসকে আটকাতে এভাবে লকডাউন চালিয়ে গেলে করোনায় যত না লোক মরবে তার চেয়ে অনেক বেশি লোক না খেতে পেয়ে মরে যাবে। বর্তমানে গোটা বিশ্ব জুড়ে এখন করোনা অতি মহামারীর আকার ধারণ করেছে।
করোনার সংক্রমণ বাড়ছে এদেশেও। করোনা যাতে না ছড়ায় তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। এর মেয়াদ শেষ হতে না হতেই পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন বাড়িয়ে ৩মে করা হয়। তৃতীয় ধাপে আরও দুসপ্তাহের লকডাউন করা হয়েছে। এরই মাঝে ইনফোসিস প্রতিষ্ঠাতার এমন বার্তা এলো।
রাহুল বাজাজের মতোই নারায়ণমূর্তির পরামর্শ হল, বয়স্ক ও শিশুদের ঘরবন্দী রাখলেও সক্ষম যুবক-যুবতীদের কাজে ফিরিয়ে আনা উচিত। তার বক্তব্য, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা সকলকেই বুঝতে হবে সেটা হল গোটা এই দেশে দীর্ঘকালীন লকডাউন চলতে পারে না। এক্ষেত্রে তার যুক্তি হল, এমন অবস্থা চললে একটা সময় পর করোনার বদলে না খেতে পেয়ে অনেক বেশি লোকের মৃত্যু হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন