গোটা রাজ্য জুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই রকম কঠিন সময়ে ভাল খবর শোনাল এমআর বাঙ্গুর হাসপাতাল। এক কথায় নজিরবিহীন ঘটনা বলা চলে। গত এক সপ্তাহে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রায় ২০০ জন করোনা আক্রান্ত রোগী। এই ঘটনা এই রাজ্যে প্রথম ঘটল। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, সবাই বলছেন মিরাকল। কয়েকজন ছাড়া অধিকাংশই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। এত অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে সুস্থ করে নজির গড়ল এমআর বাঙ্গুর হাসপাতাল।
গত শনিবারই ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শেষ কয়েকদিন ধরে নানা বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এমআর বাঙ্গুর হাসপাতালকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসপাতালের অব্যবস্থার নানান ছবি। মৃত্যুর ঘটনা নিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে প্রচুর লেখালেখি হয়। বিতর্কের মুখে কড়া পদক্ষেপ নেয় সরকার। বাড়ানো হয় তৎপরতা। হাসপাতালে করোনা মোকাবিলায় আরও চিকিৎসক পাঠায় রাজ্যের স্বাস্থ্য-দফতর। শুধু তাই নয়, বেলেঘাটা আইডি হাসপাতাল থেকেও চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়। এরপরই বদলাতে শুরু করে এমআর বাঙ্গুর হাসপাতালের চিত্র।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার থেকে শনিবার পর্যন্ত, গত এক সপ্তাহে প্রায় ২০০ রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। তাঁরা সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। ১০০ জনের বেশি শুধু করোনার উপসর্গ নিয়ে ভরতি হয়েছিলেন। গতকাল যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট দু-বার নেগেটিভ এসেছে। ফলে তাঁদের সুস্থ ঘোষণা করে ডিসচার্জ করা হয়েছে। জানা গিয়েছে, আজ, রবিবার আরও ৪০ জনকে বাড়ি পাঠানো হবে। এমন কঠিন সময়ে এই পরিসংখ্যান অন্ধকারের মধ্যে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন