বহু বিতর্কের পরে অবশেষে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সূচি ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই।
করোনাভাইরাসকে মাথায় রেখে তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি থাকবে। ২৯শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ। ৬ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
শিক্ষামন্ত্রী মঙ্গলবারের ঘোষণার পর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র কিভাবে পরীক্ষা পরিচালনা করবে তা বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিস্তারিত গাইড লাইন আকারে নির্দেশিকা দেবে বলেই সংসদ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয় ওইদিনই সংসদের তরফে বাকি পরীক্ষা গুলির বিস্তারিত সূচি দেওয়া হবে বলেও জানা গেছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন