গোটা রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জনই কলকাতার। অপর দু-জনের একজন দক্ষিণ ২৪ পরগনার, অন্যজন হুগলির বাসিন্দা। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫০। মঙ্গলবার সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর।
বাংলায় মৃত ২৫০ জনের মধ্যে ১৭৮ জন করোনায়, আর ৭২ জন কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে।
নতুন করে মৃত্যু হয়েছে ৬ জনের। গত তিনি দিন ধরে মৃতের হারটা একই আছে। এই পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১৬৩৭ জন। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৬ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯৬১ জন। গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৬৮ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০৭৪ জন।
এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত এক লক্ষ ছাড়িয়ে গেল নমুনা পরীক্ষা। গত ২৪ ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে ৮,৭১২ জনের। এই পর্যন্ত রাজ্যে মোট ১,০২,২৮২ জনের নমুনা পরীক্ষা করা হল। সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে। রাজ্যের মোট ৬৯টি কোভিড হাসপাতালে ৮,৭৮৫টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
বাংলায় মৃত ২৫০ জনের মধ্যে ১৭৮ জন করোনায়, আর ৭২ জন কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন