কলকাতার একাধিক বাজারে এখনও বিরল ইলিশ। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ৪০০-৫০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। খুচরো বাজারে দাম আর একটু বেশি।
গোটা দেশে চলছে লকডাউন, তার উপর আবহাওয়া বেশ খারাপ। এই সব কারণে সমুদ্রে এবার কম নেমেছে ট্রলার। তাই কলকাতার বাজারে ইলিশের আমদানি এবার বেশ কম। বৃহস্পতিবার ভোর রাতে ডায়মন্ড হারবার থেকে এসেছে ১০-১২ ক্রেট ইলিশ।
৪০০ -৫০০ গ্রাম ওজন মাছের দাম প্রতি কেজি ৬৫০ টাকা। বাজারে এক বিক্রেতার কথায়, "মাছের আমদানি কম। শুক্রবার থেকে এলেও আমরা ১০-১২ ক্রেটই তুলেছি। কেনার লোক তেমন নেই।"
ইলিশ হাতে নিয়েও দামের জেরে কিনছেন না সাধারণ মানুষ। কোলে মার্কেটে বৃহস্পতিবার থেকেই ঢুকছে ইলিশ। এই বাজারেও মাছের দাম বেশ চড়া।
Loading...
ইলিশ হাতে নিয়েও দামের জেরে কিনছেন না সাধারণ মানুষ। কোলে মার্কেটে বৃহস্পতিবার থেকেই ঢুকছে ইলিশ। এই বাজারেও মাছের দাম বেশ চড়া।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন