রাজ্য সহ গোটা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এমন আবহে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু কীভাবে হবে মূল্যায়ন?
এ নিয়ে শনিবার সুপারিশ পাঠাল রাজ্য শিক্ষা দফতর। ওই সুপারিশ পত্রে বলা হয়েছে ৮০ শতাংশ নম্বর দেওয়া হবে বিগত বছরগুলির পরীক্ষাতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে। আর বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে ফাইনাল সেমেস্টারের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের ভিত্তিতে।
ফাইনাল সেমেস্টারের রেজাল্ট ৩১ জুলাই প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলো।
এই ফলাফল কোনও পড়ুয়ার পছন্দ না হলে সে পুনরায় পরীক্ষার জন্য আবেদন করে পরীক্ষা দিতে পারবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সেই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, ফার্মাসি ও শিক্ষক শিক্ষণের ক্ষেত্রেও এই মূল্যায়ন পদ্ধতি বহাল থাকবে।
ফাইনাল সেমেস্টারের রেজাল্ট ৩১ জুলাই প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলো।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন