করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে গোটা পৃথিবী জুড়ে। এমন সময় মুমূর্ষু করোনা রোগীর চিকিৎসায় সস্তার স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারে সবুজ সংকেত দিল সরকার। শনিবারই স্বাস্থ্যমন্ত্রক থেকে বলা হয়, এবার আশঙ্কাজনক অবস্থায় থাকা করোনা রোগীদের উপর ব্যবহার করা হবে এই ওষুধ। ক্লিনিক্যাল ট্রায়ালে ব্রিটেনে এই ওষুধ বেশ সাড়া ফেলেছিল। ইতিমধ্যে হু এই ওষুধকে স্বাগত জানিয়েছে।
অক্সফোর্ডের গবেষকরা বলেন, ডেক্সামেথাসোনই বাজারের প্রথম ওষুধ যা করোনা মোকাবিলায় আশা দেখাতে শুরু করেছে। তাঁরা আরও জানান, ভেন্টিলেশনে থাকা রোগীর ক্ষেত্রেও মৃত্যুর সম্ভাবনা এক তৃতীয়াংশ কমিয়ে আনে এই ওষুধ। যদিও এই ওষুধকে লাইফ সেভিং ড্রাগ হিসেবেই ব্যবহার করছেন তাঁরা। অর্থাৎ গুরুতর পরিস্থিতি ছাড়া এই ওষুধ ব্যবহারে লাভ নেই।
বহু বছর আগে থেকেই ডেক্সামেথাসোন জাতীয় ওষুধ প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। ক্যানসারের চিকিৎসাতেও ওই ওষুধ একাধিকবার কার্যকারিতা প্রমাণ করেছে। অক্সফোর্ডের গবেষকরা বলছেন, প্রথম থেকে এই ওষুধ ব্যবহার করলে বহু মৃত্যু এড়ানো যেত।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন