কবে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, কলেজই বা খুলবে কবে— তা এখনই বলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরই চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। যেমন, বছর নষ্ট হবে কি না, সেমেস্টারের সময় কমে যাবে কি না ইত্যাদি।
এসবের কারণ হল ইন্টারমিডিয়েট সেমেস্টারের (দ্বিতীয়, তৃতীয়) ক্লাস বা পরীক্ষা কবে নেওয়া যাবে, তা নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই প্রসঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্তারাও জানিয়েছেন, পড়ুয়াদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই।
এদিকে, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা ও তার ফল প্রকাশের উপর নির্ভর করছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলের দিনক্ষণ। এ নিয়েও একটা চাপা টেনশনে আছে অনেক পড়ুয়া। রাজ্য জয়েন্ট বোর্ড সূত্রে খবর, কাজ প্রায় শেষ।
উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা মিটলেই তারা ফল প্রকাশের দিনক্ষণ জানাবে।
সম্প্রতি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে নানা প্রস্তাব উঠে আসে। কেউ অক্টোবর, তো কেউ জানুয়ারি থেকে তা শুরু করার কথা বলেছেন। করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপরই নির্ভর করবে সব। তবে অনেকের ধারণা, অক্টোবরের আগে কোনও ভাবেই নয়া শিক্ষাবর্ষ চালু করা যাবে না। এসবের মধ্যেই বছর নষ্ট হওয়ার যে আশঙ্কা করছেন কোনও কোনও ছাত্রছাত্রী, সেটা ঠিক নয় বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্তা সহ কলকাতার একাধিক কলেজ অধ্যক্ষ।
এদিকে, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা ও তার ফল প্রকাশের উপর নির্ভর করছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলের দিনক্ষণ। এ নিয়েও একটা চাপা টেনশনে আছে অনেক পড়ুয়া। রাজ্য জয়েন্ট বোর্ড সূত্রে খবর, কাজ প্রায় শেষ।
Loading...
সম্প্রতি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে নানা প্রস্তাব উঠে আসে। কেউ অক্টোবর, তো কেউ জানুয়ারি থেকে তা শুরু করার কথা বলেছেন। করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপরই নির্ভর করবে সব। তবে অনেকের ধারণা, অক্টোবরের আগে কোনও ভাবেই নয়া শিক্ষাবর্ষ চালু করা যাবে না। এসবের মধ্যেই বছর নষ্ট হওয়ার যে আশঙ্কা করছেন কোনও কোনও ছাত্রছাত্রী, সেটা ঠিক নয় বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্তা সহ কলকাতার একাধিক কলেজ অধ্যক্ষ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন