করোনা আবহে রাজ্যের কয়েক হাজার আশাকর্মীদের উৎসাহ ভাতা বাড়াল রাজ্য সরকার। ১ হাজার টাকা বাড়ানো হল তাঁদের উৎসাহ ভাতা। ইতিমধ্যে আশাকর্মীদের করোনা মোকবিলায় সামনের সারির যোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে।
গ্রামাঞ্চলে নিঃশব্দে নিজেদের কাজ করে চলেছেন তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা করোনা সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। সেই সঙ্গে কারোর করোনা উপসর্গ দেখা দিলেই স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করছেন। বুধবার মুখ্যমন্ত্রী আশাকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, 'আমার আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শ্বাসকষ্ট–সহ করোনা উপসর্গ আছে এমন ৪ হাজার ৩৩৭ জন রোগীর সন্ধান দিয়েছেন।
রাজ্যের 'সন্ধানে' অ্যাপের সাহায্যে অসুস্থদের তথ্য সংগ্রহ করেছেন। করোনা পরীক্ষায় সেই তথ্য বিশেষ কাজে লেগেছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের কাজের এই স্বীকৃতি হিসেবে ১ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।' ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় তাঁদের সামনের সারির সৈনিকের সম্মান দিয়েছেন। তাঁদের ১০ লক্ষ টাকার বিমার আওতায়ও এনেছেন।
রাজ্যের তরফ থেকে আশাকর্মীরা মাসে সাড়ে ৩ হাজার টাকা করে পান। ১ হাজার টাকা বাড়ায় এবার তাঁরা সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন। রাজ্যে ৫৩ হাজার আশাকর্মী রয়েছেন। করোনা সংক্রমিতদের খোঁজার পাশাপাশি আশাকর্মীরা প্রসূতি, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুদের টিকাকরণ ও জনস্বাস্থ্য কর্মসূচির কাজও করে থাকেন।
Loading...
রাজ্যের তরফ থেকে আশাকর্মীরা মাসে সাড়ে ৩ হাজার টাকা করে পান। ১ হাজার টাকা বাড়ায় এবার তাঁরা সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন। রাজ্যে ৫৩ হাজার আশাকর্মী রয়েছেন। করোনা সংক্রমিতদের খোঁজার পাশাপাশি আশাকর্মীরা প্রসূতি, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুদের টিকাকরণ ও জনস্বাস্থ্য কর্মসূচির কাজও করে থাকেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন