সামনেই ২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজেদের মতন করে ঘুঁটি সাজান শুরু করে দিয়েছে। মাত্র এক বছরের মধ্যেই বিপ্লব মিত্রের তৃণমূলে 'ঘর ওয়াপসি-র কারণ কী? নিজের জন্মদিনে এবার সেই কথাই ফাঁস করলেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন ফের তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র? প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, "ওঁ আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অনেক কর্মী মার খাচ্ছেন। বিরোধীদের এরাজ্যে কী অবস্থা তা তিনি উপলব্ধি করলেন।"
বৃহস্পতিবার বোলপুরে ভার্চুয়াল সভা শেষে সংবাদমাধ্যমকে অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন "শুক্রবার ও শনিবার লকডাউন থাকছে না।" অনুব্রত মণ্ডলের ঘোষণায় বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সেপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে এইরকম ছোটখাটো জমিদার অনেক আছে, যারা মৌরসিপাট্টা চালাচ্ছে। এরাজ্যে আদৌ আইন আছে কিনা কে চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
পার্টিই সর্বেসর্বা।"
তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারি কর্মীদের সঙ্গে চাকরের মত ব্যবহার করা হচ্ছে। আইপিএস আইএএসদেরও কোনও সন্মান নেই এখানে।" দিলীপ ঘোষ আরও বলেন, "শিক্ষানীতি চালানোর সময় যৌথ। দেশের শিক্ষানীতি কী হওয়া উচিত তা দেশের সরকারের করার ক্ষমতা আছে। এনিয়ে অনেক আগে থেকে আলোচনা চলছিল। শিক্ষাবিদদের মতামত নিয়ে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে।"
Loading...
তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারি কর্মীদের সঙ্গে চাকরের মত ব্যবহার করা হচ্ছে। আইপিএস আইএএসদেরও কোনও সন্মান নেই এখানে।" দিলীপ ঘোষ আরও বলেন, "শিক্ষানীতি চালানোর সময় যৌথ। দেশের শিক্ষানীতি কী হওয়া উচিত তা দেশের সরকারের করার ক্ষমতা আছে। এনিয়ে অনেক আগে থেকে আলোচনা চলছিল। শিক্ষাবিদদের মতামত নিয়ে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন