করোনা আবহে আগেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি কী হবে তাও প্রায় চূড়ান্ত। সেই মর্মে শুরু হয়ে গিয়েছিল মূল্যায়ন প্রক্রিয়া। কিন্তু আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকায় ঘিরে ফের নতুন করে তৈরি হয়েছে জটিলতা। চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক গতকাল নির্দেশিকা জারি করেছে।
সেই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পরেই প্রশ্ন দেখা দেয় কেন্দ্র পরীক্ষা নিতে চাইলে রাজ্য কী সিদ্ধান্ত নেবে? এবার বিভ্রান্তি কাটল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পরে।
গতকাল ইউজিসি তরফে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত গাইড লাইন প্রকাশ করা হয়। কেন্দ্রের নির্দেশিকা জারির পরে রাজ্যের অবস্থান এখনও স্পষ্ট নয়। কিন্তু নিজের অবস্থান জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এই গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি জানিয়েছেন, ইউজিসি গাইডলাইন তিনি এখনও দেখেননি। গোটা বিষয়টি উচ্চশিক্ষা নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি। পরীক্ষা হবে কী হবে না, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কলেজে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
তিনি আরও জানিয়েছেন, এই ইস্যুতে বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে, তারা কীভাবে পরীক্ষা নেবে। তবে, শিক্ষাদফতর সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে বলেও মনে করিয়ে দেন তিনি। উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সময় মতন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
গতকাল ইউজিসি তরফে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত গাইড লাইন প্রকাশ করা হয়। কেন্দ্রের নির্দেশিকা জারির পরে রাজ্যের অবস্থান এখনও স্পষ্ট নয়। কিন্তু নিজের অবস্থান জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Loading...
তিনি আরও জানিয়েছেন, এই ইস্যুতে বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে, তারা কীভাবে পরীক্ষা নেবে। তবে, শিক্ষাদফতর সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে বলেও মনে করিয়ে দেন তিনি। উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সময় মতন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন