বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠকের মধ্যেই দিল্লি ছেড়ে আচমকা কলকাতায় ফিরেছেন বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। আর সেই খবরকে কেন্দ্র করেই হইচই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
এমন সময় নয়াদিল্লিতে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়ির সামনে থেকে আচমকা উধাও দলের যাবতীয় ফ্লেক্স, প্ল্যাকার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়া সেই ব্যানার ফ্লেক্স রাতারাতি গায়েব। ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের সামনের চেনা ছবি বদলে যাওয়ায় দিল্লি আর রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয়েছে। দিল্লির সাংগঠনিক বৈঠক ছেড়ে হঠাৎ কলকাতায় ফেরা, তারপর এই ব্যানার উধাও হওয়া নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
যদিও মুকুল রায় ঘনিষ্ঠদের দাবি, রাজধানীতে সম্প্রতি ঝড় জলে ব্যানার ফ্লেক্স নষ্ট হয়ে গিয়েছে। যদিও দিল্লিতে বৃষ্টি হলেও ঝড় তেমন হয় নি। যাতে ফ্লেক্স নষ্ট হওয়ার নয়। তাহলে কি ইচ্ছা করেই এই ঘটনা ঘটান হয়েছে। প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। তবে এই প্রসঙ্গে মুকুল রায় জানিয়েছেন, "চোখের সমস্যার জন্যই বৈঠক ছেড়ে কলকাতায় ফিরতে হয়েছে আমাকে। অন্য কোনও কারণ নয়।" কিন্তু হঠাৎ ফ্লেক্স সরল কেন? উত্তর নেই কারও কাছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন