পাবলিক সার্ভিস কমিশন নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। দীর্ঘ দিন এমন দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। এবার সেখানে উঠে এল আরও একজনের তৃণমূল নেতার নাম। যা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।
ডঃ মৃগাঙ্ক মাহাতো। তৃণমূলের কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসাবে বেশ পরিচিত ছিলেন। এবার তিনি এখন সংবিধান স্বীকৃত পিএসসি-র পদেও সমানভাবে কাজ করে চলেছেন। ২০১৪ সালের পুরুলিয়ার তৃণমূল সাংসদ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তিনি জিততে পারেননি।
এর পর থেকে তিনি পিএসসি-র সদস্য হিসাবেই মৃগাঙ্ক পরিচিত হয়ে ওঠেন। কিন্তু বর্তমানে তিনি দলের কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসাবে তৃণমূলে জায়গা করে নিয়েছেন।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, একিসাথে কীভাবে দুটো কাজ সামলাব সে বিষয়ে জানতে হবে। নির্দেশিকা অনুযায়ী পিএসসি-র মতো সংবিধান স্বীকৃত পদে কোনও ভাবেই রাজনৈতিক কোনও দলের সদস্য এবং সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে না। সেই অনুযায়ী দেখতে গেলে এটা সম্পূর্ণ ভাবে সংবিধান বিরোধী একটা কাজ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ।
Loading...
এ বিষয়ে তিনি জানিয়েছেন, একিসাথে কীভাবে দুটো কাজ সামলাব সে বিষয়ে জানতে হবে। নির্দেশিকা অনুযায়ী পিএসসি-র মতো সংবিধান স্বীকৃত পদে কোনও ভাবেই রাজনৈতিক কোনও দলের সদস্য এবং সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে না। সেই অনুযায়ী দেখতে গেলে এটা সম্পূর্ণ ভাবে সংবিধান বিরোধী একটা কাজ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন