এদিন ছিল আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। এদিন এই গুরুত্বপূর্ণ মামলাটি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ১৩ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে ছিল। আজ বেশ কিছুক্ষণ ধরে এই মামলার শুনানি চলে। যদিও কোনও রায় দেয় নি বিচারপতি। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। আগামীকাল বিকাল সাড়ে তিনটের সময় এই মামলার আবারও শুনানি হতে পারে।
এর ফলে আজও কাটলোনা আপারের নিয়োগ জটিলতা। আজ শুনানিতে পিটিশনারদের তরফে সমস্ত উকিল উপস্থিত ছিলেন।
Loading...
কমিশনের তরফেও 'এজি' হাজির ছিলেন। আদালত কমিশনকে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আগামী কাল ফের এই মামলার শুনানি। সেক্ষেত্রে আগামী কাল এই মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারের বিচারপতি। আর সেই দিকে তাকিয়ে কয়েক হাজার হবু শিক্ষক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন