করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউন চলেছে টানা দু-মাস। কিন্তু তার পরেও কমেনি এই মারণ ভাইরাসের সংক্রমণ। চলতে থাকে এই লকডাউনের মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
মানুষকে বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য করা হচ্ছে। দেওয়া হচ্ছে বিনামূল্যে রেশন। রাজ্যের তেমন আয় নেই, তাও মানুষের জন্যে ভাবছে সরকার। বারবার এমন মন্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এই পরিস্থিতিতেও আরও বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।
লকডাউনের কারণে রাজ্যের অর্থনীতির অবস্থা খারাপ থাকার পরেও কৃষকদের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যে যে সমস্ত কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারের হাতে দু-লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। এ রাজ্যে মে মাস পর্যন্ত ৯ হাজার ৪৯৫ জন কৃষক পরিবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
Loading...
রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু। যে সমস্ত কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা যান, তাঁদের পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে আর্থিক সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটি একটি বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যের বহু কৃষক উপকৃত হবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন