বারুইপুরের কাছারি বাজারের বিধ্বংসী আগুন। এই ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বারুইপুর থানার উল্টোদিকের কাপড় পট্টিতে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ছোট-বড় মিলিয়ে প্রায় একশোরও বেশি দোকান।
অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। গোটা রাত ধরে চলে আগুন নেভানোর কাজ। শেষমেশ দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
Loading...
করোনার জেরে এমনিতেই ব্যবসায় মন্দা চলছে। সব ধরনের ব্যবসাতেই মন্দার কোপ। এর ওপর বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মাথায় হাত বারুইপুরের কাছারি বাজারের শতাধিক ব্যবসায়ীর। এলাকা সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রথমে একটি ইমিটেশনের গয়নার দোকানে আগুন লাগে। তারপর দ্রুত সেই আগুন আশপাশের কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকার লোকেরাই তৎক্ষণাৎ খবর দেয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন