আজ, বুধবার ছিল আপার প্রাইমারি মামলার শুনানি। এদিন আদালতে শুনানি চলাকালীন বেশকিছু চাঞ্চল্যকর ইস্যু উঠে আসে। ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে আপার প্রাইমারিতে মেধাতালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলছে। অথচ ২০১৯ সালে ফর্ম ফিলাপ করা প্রার্থীর নাম সেই মেধা তালিকায় আছে! ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে আপার প্রাইমারিতে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের প্রকাশিত মেধাতালিকায় গুরুতর গলদের অভিযোগে মামলার শুনানি চলছে আদালতে। এদিন আদলতে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম।
বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে আজ মামলার শুনানিতে তাঁরা প্রশ্ন তোলেন,"২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চলছে। অথচ ২০১৯ সালে ফর্ম ফিলাপ করা প্রার্থীর নাম মেধাতালিকাতে আসে কোন কারণে? মেধাতালিকাকে কেন্দ্র করে যে বিপুল দুর্নীতি হয়েছে এখান থেকেই তা আন্দাজ করা যায় বলে তাঁদের অভিযোগ। এই উদাহরণ হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। বহু প্রার্থীর টেটের ওয়েটেজ বাড়িয়ে দিয়ে মেধা তালিকায় স্থান করে দেওয়া হয়েছে। তনুশ্রী মন্ডল নামে এক প্রার্থী ২০১৯ সালে ফর্ম ফিলাপ করেছেন। তার নাম কি করে মেধাতালিকায় থাকে? এর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত ।"
মামলাকারী ভানু রায়-সহ একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ ছিল আপার প্রাইমারিতে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে মেধাতালিকায় বিস্তর অনিয়ম করেছে কমিশন। বিভিন্ন প্রার্থীর টেটের মার্কস বাড়ানো হয়েছে।
নিয়ম অনুযায়ী ইন্টারভিউ লিস্ট বানানো হয়নি। ১:১.৪ অনুপাত মানা হয়নি। আর এই কারণে বহু মেধাবি প্রার্থী মেধাতালিকা থেকে বেরিয়ে গিয়েছে। গত ২২ জুন মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোন প্রার্থীর নিয়োগ দিতে পারবে না। ফলে সমস্যায় পড়ে যায় স্কুল সার্ভিস কমিশন।মামলার দ্রুত নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিক আদালত। সেই আরজির ভিত্তিতেই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চে শুরু হয়েছে আপার মামলার শুনানি। মামলার শুনানির প্রথম দিনেই মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম ওই চাঞ্চল্যকর অভিযোগ করেন। যা নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে গোটা রাজ্যে। আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন