রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন আবহে প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এবছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল। তারপর থেকে করোনা আবহে জেরে থমকে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
অনেক বিতর্কের পরে জুলাইয়ের শেষে প্রকাশিত হয় পরীক্ষার ফলাফল। এবার জয়েন্টের ফলপ্রকাশের পালা। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ৭ আগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হবে। প্রসঙ্গত, করোনা আবহে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা বা AIEEE পরীক্ষা এখনও হয়নি।
ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন ভরতি করার কথা মাথায় রেখে এ বছর অনেক আগেই জয়েন্ট বোর্ড পরীক্ষার আয়োজন করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়। পরিকল্পনা ছিল, দ্রুত ফল প্রকাশ করা। কিন্তু তা বাস্তবায়িত হল না। পরীক্ষার প্রায় ছয় মাস পর ফল প্রকাশিত হতে চলেছে। এ বছর পরীক্ষার্থী ছিল মোট ৮৮ হাজার ৮০০ জন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন