মুকুল রায় ও বিজেপির মধ্যে চলতে থাকা বিতর্ক যেন কিছুতেই থামছে না। দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তলবের খবর উড়িয়ে দিলেন মুকুল রায়। জানালেন, অমিত শাহ তাঁকে ডাকেননি। মুকুলের এই মন্তব্যে ফের নতুন করে বিতর্ক সৃষ্টি হল। সম্প্রতি দিলীপ ঘোষদের সঙ্গে দিল্লির বৈঠকে মুকুল রায়ের মতানৈক্য হয় বলে বিজেপি সূত্রে খবর পাওয়া যায়। ক্ষুব্ধ মুকুল মাঝপথে বৈঠক ছেড়ে কলকাতায় ফিরে আসেন।
যদিও তিনি জানান, চোখের ডাক্তার দেখাতে কলকাতায় ফিরেছেন। তারপরই বিজেপি সূত্রে জানা গিয়েছিল, শুক্রবার মুকুল রায়কে দিল্লিতে তলব করা হয়েছে। ওইদিন তাঁর সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। কিন্তু দেখা গেল এদিন মুকুল রায় কলকাতাতেই ছিলেন। মুকুল জানিয়েছেন, সোমবার তিনি দিল্লিতে যাবেন। তবে সেটা নিজের কিছু কাজের জন্য। প্রসঙ্গত, বিজেপিতে যথেষ্ট গুরুত্ব না পেয়ে মুকুল রায় তৃণমূলে ফিরছেন।
গত কদিন ধরেই রাজ্য-রাজনীতিতে এই গুঞ্জন শোনা যাচ্ছে।
তাঁকে ঘিরে নানান প্রশ্নের উত্তর রবিবার দিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন, "বিজেপিতে যোগ দিয়ে আমি একশো শতাংশ সন্তুষ্ট। আমার কাছে দলের সংগঠনই বড় কথা। আমি দলের সংগঠনটাই দেখি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আগে যেমন যোগাযোগ ও সম্পর্ক ছিল, সেরকমই আছে।" এরপরই শুক্রবার তাঁর দিল্লিতে যাওয়ার খবর রটেছিল।
এও শোনা গিয়েছিল, মুকুলকে দিল্লিতে ডাকার পেছনে বাবুল সুপ্রিয় ও স্বপন দাশগুপ্তর ভূমিকা আছে। কারণ তাঁরাই কেন্দ্রীয় নেতৃত্বকে মুকুল রায়ের গুরুত্ব বুঝিয়েছেন। কিন্তু তারপরও শুক্রবার অমিত-মুকুলের মুখোমুখি না হওয়ায় দিলীপ শিবির স্বস্তি পেল বলেই মনে মত রাজনৈতিক মহলের বড় অংশ। যদিও রাজনৈতিক মহলের অপর একটা অংশ মনে করেন অমিত শাহের মুখোমুখি না হয়ে তৃণমূলের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখলেন রাজনীতির চাণক্য মুকুল রায়! যদিও ২১ এর নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি। আর তার আগে দলবদলের খেলা যে আরও জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
গত কদিন ধরেই রাজ্য-রাজনীতিতে এই গুঞ্জন শোনা যাচ্ছে।
Loading...
এও শোনা গিয়েছিল, মুকুলকে দিল্লিতে ডাকার পেছনে বাবুল সুপ্রিয় ও স্বপন দাশগুপ্তর ভূমিকা আছে। কারণ তাঁরাই কেন্দ্রীয় নেতৃত্বকে মুকুল রায়ের গুরুত্ব বুঝিয়েছেন। কিন্তু তারপরও শুক্রবার অমিত-মুকুলের মুখোমুখি না হওয়ায় দিলীপ শিবির স্বস্তি পেল বলেই মনে মত রাজনৈতিক মহলের বড় অংশ। যদিও রাজনৈতিক মহলের অপর একটা অংশ মনে করেন অমিত শাহের মুখোমুখি না হয়ে তৃণমূলের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখলেন রাজনীতির চাণক্য মুকুল রায়! যদিও ২১ এর নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি। আর তার আগে দলবদলের খেলা যে আরও জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন