দীর্ঘ সময় ধরে রাজ্যে আটকে আছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কবে নিয়োগ জট কাটবে তা এখনি বলা বেশ কঠিন। যদিও বর্তমানে আপারের নিয়োগ পুরোটাই নির্ভর করছে আদালতের উপর। ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গেজেট না মানার অভিযোগ আগেই এনেছিলেন পরীক্ষার্থীদের অনেকেই।
আপারের নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের দাবি জানিয়ে কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা। ওই মঞ্চের প্রতিনিধিরা জানিয়ে ছিলেন নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে তাঁদের।
এবার সম্ভবত শিক্ষামন্ত্রী কথা রাখতে চলেছেন। নতুন ৫ হাজার ১০০ পদ তৈরি হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন অভিযোগ করেছে এই সিট বাড়ার পরেও আদালতের স্থগিতাদেশের কারণে কোনোরকম নিয়োগ প্রক্রিয়া চালানো যাচ্ছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন