আদালতে ধাক্কা অভিভাবকরা। স্কুলের বকেয়া ফি আগামী ১৫ অগাস্টের মধ্যেই দিতে হবে। এর আগের নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল বকেয়া ফি-র অন্তত ৮০ শতাংশ মিটিয়ে দিতে হবে।
এদিন অভিভাবকদের পক্ষ থেকে আদালতে আর্জি জানান হয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন বকেয়া ফি না নেওয়া হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ।
করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশ জুড়ে চলেছে লকডাউন। সেই লকডাউনের প্রভাব এখনও চলছে। লকডাউনে স্কুলে ফি মকুবের আর্জি নিয়ে মামলা করেন বিনীত রুইয়া নামে জনৈক অভিভাবক। সেই মামলায় ১১২টি স্কুলের নাম ছিল। যদিও মামলাকারী আজ জানান যে তাঁরা ৪৫টি স্কুলে নোটিশ দিতে পেরেছেন। মামলার শুনানিতে এজি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বাড়তি ফি মকুবের অনুরোধ জানিয়ে একটি সার্কুলার জারি করেছে।
সেই বিষয়টি স্কুলগুলি পালন করবে বলেই তার আশা। কেউ ফি দিতে না পারলে তাকে যেন অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করার আর্জিও হলফনামায় জানান তিনি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন