তৃণমূল সরকারের দ্বিমুখী নীতি ক্ষুব্ধ চাকরি-প্রার্থীদের একটা বড় অংশ। ঈদের দিনেও আর্তনাদ ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল কয়েকশো মুসলিম যুবকের ফেসবুক প্রোফাইলে। শনিবার কয়েক শতাধিক মুসলিম চাকরি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সরকারের দ্বিমুখী নীতির প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়ে পোস্টার বিদ্রোহ করেন।
বিক্ষোভকারীরা প্রত্যেকেই প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী বলে দাবি। তাদের অভিযোগ, সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন প্রশিক্ষিত প্রার্থীদের পরেই নিয়োগে প্রশিক্ষণ-রতদের অগ্রাধিকার দেওয়া হবে।
সেই অনুযায়ী সেই সময়ে একমাত্র ২০১৪-২০১৬ ও ২০১৫-২০১৭ এই দুটি ব্যাচই প্রশিক্ষণ-রত অবস্থায় ছিলো। কিন্তু পরে সরকার কথা রাখেনি। পর্ষদ অর্ধ-প্রশিক্ষিতদের নিয়োগে সুযোগ না দিয়ে প্রচুর অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ করেছে।
পরবর্তীকালে একটা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ২০১৪-২০১৬ ব্যাচ ও আরসিআই স্বীকৃত ২০১৫-২০১৭ ডি এড ব্যাচকে নিয়োগ পর্বের আওতায় আনা হলেও পর্ষদ বেআইনিভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অধীনস্থ ২০১৫-২০১৭ ব্যাচকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ।
সেই অনুযায়ী সেই সময়ে একমাত্র ২০১৪-২০১৬ ও ২০১৫-২০১৭ এই দুটি ব্যাচই প্রশিক্ষণ-রত অবস্থায় ছিলো। কিন্তু পরে সরকার কথা রাখেনি। পর্ষদ অর্ধ-প্রশিক্ষিতদের নিয়োগে সুযোগ না দিয়ে প্রচুর অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ করেছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন