লোকসভা ভোটের আগে ঘাটালের প্রার্থী দেবের সমর্থনে মিছিলে যাওয়ার পথে চন্দ্রকোনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে একদল যুবক 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছিল। এর পরে কি ঘটে ছিল তা সবটাই জানেন রাজ্যের মানুষ।
লোকসভা ভোটের পরে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। এবার সেই ঘাটালেরই তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গলাতে শোনা গেল 'জয় শ্রীরাম স্লোগান'। তাও আবার রাস্তায় দাঁড়িয়ে। যা নিয়ে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিধায়ক কেন এমন স্লোগান দিলেন? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘাটালের বিধায়ক অবশ্য জানিয়েছেন, "আমি একজন গর্বিত হিন্দু। জয় শ্রীরাম বলতে আমার সমস্যা নেই।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "জয় শ্রীরাম বিজেপির স্লোগান নয়। এটা সমগ্র হিন্দুদের স্লোগান।"
রাখি পূর্ণিমার বিকেলে ঘাটালের রাস্তায় একদল বিজেপি সমর্থকের সঙ্গে বিধায়ককে ওই স্লোগান দিতে দেখা যায়। সেই মুহূর্তে তাঁদের হাতে বিজেপির পতাকাও ছিল। শঙ্করবাবু জানিয়েছেন, "আমি দেখতে পাই একদল বিজেপি সমর্থক পতাকা নিয়ে রাখি বাঁধছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে।
আমায় দেখে আরও বেশি করে স্লোগান দিচ্ছিল তারা। তখন আমি দাঁড়িয়ে পড়ি। তাঁদের জিজ্ঞেস করি, রাখির দিনে জয় শ্রীরাম কেন? ওরা তত ওই স্লোগান দিতে থাকে। তখন আমিও জয় শ্রীরাম বলি। বুঝিয়ে দিই, এটা কেবলমাত্র বিজেপির স্লোগান নয়।"
শঙ্করবাবু যাই ব্যাখ্যা দিন, ঘাটালজুড়ে এখন একটাই গুঞ্জন, বিধায়ক কি তাহলে বিজেপির পথে? যদিও শঙ্করবাবু অবশ্য সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
লোকসভা ভোটের পরে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। এবার সেই ঘাটালেরই তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গলাতে শোনা গেল 'জয় শ্রীরাম স্লোগান'। তাও আবার রাস্তায় দাঁড়িয়ে। যা নিয়ে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রাখি পূর্ণিমার বিকেলে ঘাটালের রাস্তায় একদল বিজেপি সমর্থকের সঙ্গে বিধায়ককে ওই স্লোগান দিতে দেখা যায়। সেই মুহূর্তে তাঁদের হাতে বিজেপির পতাকাও ছিল। শঙ্করবাবু জানিয়েছেন, "আমি দেখতে পাই একদল বিজেপি সমর্থক পতাকা নিয়ে রাখি বাঁধছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে।
Loading...
শঙ্করবাবু যাই ব্যাখ্যা দিন, ঘাটালজুড়ে এখন একটাই গুঞ্জন, বিধায়ক কি তাহলে বিজেপির পথে? যদিও শঙ্করবাবু অবশ্য সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন