বিতর্কটা চলছিল বেশ কিছুদিন ধরে। অনেকেই মনে-করেছিলেন আজ এই বিতর্কের অবসান হবে। কিন্তু আজও হল না কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে দায়ের করা মামলার মীমাংসা। কোনও রাজ্য ইউজিসির জারি করা নির্দেশিকা লঙ্ঘন করতে পারে না।
করোনা আবহে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া যায় কি না জানতে কেন্দ্রের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ পরীক্ষা মামলার শুনানি হলেও হয়নি কোনও মীমাংসা। আর এর ফলে উৎকণ্ঠা অনেক বেড়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
এদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আদালতে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষে পরীক্ষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের আজও কোনও মীমাংসা হল না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন